ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব। ওই সময় উগ্রবাদী বই, উগ্রবাদী প্রচারণা সংক্রান্ত লিফলেটও উদ্ধার করা হয়েছে। র্যাব জানায়, র্যাব-১৪ ময়মনসিংহের ব্যাটালিয়ন সদরের একটি দলের শম্ভুগঞ্জ বাজার এলাকায় টহল ডিউটি চলাকালীন গত বুধবার রাতে খবর আসে গৌরীপুরের কলতাপাড়া এলাকার চুড়াইল নামক স্থানে এক বাসায় জেএমবি সদস্য রয়েছে। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। ওই সময় পালানোর চেষ্টাকালে মো. ইয়াছিন আরাফাতকে (২২) আটক করে র্যাব। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা এলাকার শাহবাজপুর গ্রামের আবুল ফয়েজের ছেলে। ওই সময় র্যাব তার হেফাজত থেকে ৩টি উগ্রবাদী বই, ৫টি উগ্রবাদী প্রচারণা সংক্রান্ত লিফলেট, পাওয়ার ব্যাংক, এটিএম কার্ড, পেনড্রাইভ, কার্ড রিডার, মেমোরি কার্ড ও মোবাইল উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃত যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যাবকে জানায়, তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য। নিজ এলাকা থেকে এসে চুড়ালী এলাকায় একা বাসা ভাড়া নেন। তিনি রাতের বেলা গোপনে উল্লিখিত ঘটনাস্থলে ছদ্মবেশে অবস্থান করতেন এবং উগ্রবাদী বই ও উগ্রবাদী প্রচারণা সংক্রান্ত লিফলেট বিতরণ করতেন। এ ছাড়া তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় উগ্রবাদী গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। সেখান থেকে উগ্রবাদ সম্পর্কিত বই ও লিফলেট সংগ্রহ করতেন এবং উগ্রবাদী কার্যক্রমে অংশগ্রহণ করতেন। র্যাব জানায়, আরাফাত সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেটের মাধ্যমে প্রচার প্রচারণা করতেন বলে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল। এছাড়াও তিনি বেসামরিক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যক্তিবর্গের ওপর লোন উলফ আক্রমণের পরিকল্পনা করছিলেন বলেও একটি গোয়েন্দা সংস্থার তথ্যমতে জানা যায়। তিনি উগ্রবাদের প্রতি উদ্বুদ্ধ হয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সমর্থক এবং সক্রিয় সদস্য হয়ে ওঠেন। র্যাবের মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসএসপি) জোনাঈদ আফ্রাদ জানান, আরাফাতের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।