ঝিনাইদহে করোনা হাসপাতালে বিদ্যুৎ স্পৃষ্টে ইয়াসিন হোসেন (১৭) নামে এক টাইলস মিস্ত্রির মৃত্যুু হয়েছে। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তিনি মাগুরা জেলার জোয়াদ্দা গ্রামের সকুর আলীর ছেলে। স্থানীয়রা জানান, ইয়াসিন ও তার কয়েকজন সহকর্মী সারাদিন ধরে ঝিনাইদহের করোনা হাসপাতালে টাইলসের কাজ করছিলেন।
হঠাৎ কারেন্টের সংযোগে গোলযোগ দেখা দিলে ইয়াসিন হোসেন সেটি ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন। এরপর তার সঙ্গের মিস্ত্রিরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ডিউটি কর্মকর্তা এসআই মকলেচুর রহমান।