পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আবদুল মজিদ জোমাদ্দার কিন্ডার গার্টেন স্কুলে দুইশতাধিক লোককে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে। বরিশাল ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট এবং হাসপাতাল এর উদ্যোগে শনিবার এ চিকিৎসা সেবা দেয়া হয়। ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের চিকিৎসক চক্ষু বিশেষজ্ঞ ডা. খন্দকার শারমীন আহমেদ এর নেতৃত্বে ৬ সদস্য একটি দল এ চিকৎসা সেবা প্রদান করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১২ জন অসহায় রোগীকে বিনামূল্যে সানি অপারেশনের জন্য বাছাই করেন এবং অর্ধশতাধিক লোককে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।