ফরিদগঞ্জের পল্লীতে ৪ দিনের মাথায় শাহানাজ বেগম (২৫) নামের এক গৃহবধূর আত্মহত্যা করেছে। শুক্রবার সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে এই ঘটনা ঘটে। থানা পুলিশ গৃহবধুর লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্ণিদূর্গাপুর গ্রামের মদিনা বাজারের হোটেল ব্যবাসায়ী সুমনের সাথে পাশ্ববর্তী একলাশপুর গ্রামের শাহানাজ বেগমের বিয়ে হয়। তাদের ঘরে দুটি সন্তান রয়েছে। শুক্রবার দুপুরে স্বামী সুমন জুমার নামাজ আদায় করতে মসজিদে যায়। ফিরে এসে ঘরের আড়ার সাথে শাহানাজ বেগমের লাশ ঝুলে আছে দেখতে পায়। সংবাদ পেয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে সন্ধ্যায় থানায় নিয়ে আসে। ধারানা করা হচ্ছে পারিবারিক কলহের জন্য শাহনাজ আত্মহত্যা করেছে।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ আবদুর রকিব জানান, শুক্রবার রাতে গৃহবধূ শাহানাজের লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য শনিবার সকালে চাঁদপুর প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার বালিথুবা ইউনিয়নের খাড়খাদিয়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী মারিয়াম আক্তার (১৮) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।