ভাণ্ডারিয়ার আলোচিত আলতাফ হত্যা মামলায় থানা পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ পৈকখালী গ্রাম থেকে সিরাজুল ইসলাম (১৯) ও নাদিরা আক্তার বুশরা (১৫) নামের দুজন সন্দেহ ভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সিরাজুল ইসলাম উপজেলার দক্ষিণ পৈকখালী গ্রামের ছালাম হাওলাদারের ছেলে এবং নাদিরা একই গ্রামের মো. মোশাররফ হাওলাদারের মেয়ে। গ্রেপ্তারকৃত দুইজন মামা-ভাগ্নি এবং মেয়েটি নিহত আলতাফের স্ত্রীর আগের ঘরের সন্তান।
উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর দুপুরে ভাণ্ডারিয়া থানা পুলিশ পৈকখালী গ্রামের ভারানী খাল থেকে আলতাফ হোসেন (৪০) এর মস্তকবিহীন ভাসমান লাশ উদ্ধার করে । এ ঘটানায় ভাণ্ডারিয়া থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয় তবে পুলিশ এখনও আলতাফের মস্তক উদ্ধার করতে পারেনি।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইন চার্জ এস এম মাকসুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের গতকাল শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।