নওগাঁর রাণীনগর উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর তহবিল থেকে শুক্রবার উপজেলার কাশিমপুর, গোনা ও মিরাট ইউনিয়নের বন্যার্তদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এদিন কাশিমপুর ইউনিয়নের ১৫০ টি পরিবারের মাঝে ও গোনা ইউনিয়নের ৩৩৬ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসাবে ১০ কেজি করে চাল বিতরণ দেওয়া হয়। এ ছাড়া গোনা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ৫০ প্যাকেট শুকনা খাবার ও মিরাট ইউনিয়নে ৫০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়। এ সময় রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।