ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষকদলের উদ্যোগে কৃষক-কৃষাণীদের মাঝে শীতকালীন সবজির বীজ বিতরণ করা হয়েছে। এ সময় প্রান্তিক কৃষকদের মাঝে প্রায় ২০০ প্যাকেট শীতকালীন বিভিন্ন ধরনের সবজির বীজ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিকালে শহরের চাপালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর কৃষকদলের উদ্যোগে সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে কৃষকদল নেতা লিয়াকত আলী মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাহবুবার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়ির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, যুগ্ম আহ্বায়ক জবেদ আলী।
অপরদিকে, কালীগঞ্জ উপজেলা কৃষকদলের উদ্যোগে পাইকপাড়া মাদ্রাসা মাঠে কৃষকদল নেতা আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ডাঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আহম্মদ আলী পাতা, প্রভাষক মুসা করিম, পিয়ার আলী, হুমায়ুন কবির, পৌর বিএনপির সদস্য গোলাম সরোয়ার বকুল, ফারুক হোসেন, হানেফ আলী লস্কর, তৌহিদ মুন্সী, সিরাজুল ইসলাম, কৃষক দল নেতা মোকছুদুল মোমিন, বশীর উদ্দিন, রুহুল আমিন, আফরোজ আলী, আলমগীর হোসেন, আ. মালেক, রবিউল ইসলাম, আতিয়ার রহমান, মহসীন আলী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল, মৎস্যজীবি দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।