“জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় আলোচনা সভা অনিুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার(ভূমি) জাকির হোসেন। সামাজিক দুরত্ব বজায় রেখে প্রশাসনিক কর্মকর্তা সুনিল কুমারের পরিচালনায় এতে উপজেলা শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, জনতা ব্যাংক ব্যবস্থাপক মিজানুর রহমান, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মিলন কুমার, নিতপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম শাহ্, নিতপুর স্কুল এ- কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল খালেক, এসআই আবদুল মান্নান সহ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।