প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে মোরেলগঞ্জে যুবলীগের উদ্যোগে ব্যাপক কর্মসূচি পালিত হচ্ছে।কর্মসূচির মধ্যে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মময় জীবনীর ওপর আলোচনা, কেক কাটা, দোয়া মাহফিল ও আনন্দ মিছিল।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় কাপুড়িয়াপট্টিতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক।
উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে পৌর সদরের কাপুড়িয়া পট্রি আনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, আওয়ামী লীগ নেতা মাষ্টার সাইদুর রহমান। উপজেলা যুবলীগ আহ্বায়ক মোজাম্মেল হক মোজামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগ আহ্বায়ক আজমীন নাহার সদর ইউনিয়ন চেয়ারম্যান এইচ এম মাহমুদ আলী,, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপু, পৌর যুবলীগের যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমূখ।
সভায় আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা যোগদান করেন।