মোল্লাহাট উপজেলার গাড়ফা শিশু কিশোর কিশোরী কার্যালয়ের ১০’ম বর্ষ বরণ উপলক্ষে আলোচনা সভা, সাবান ও মাস্ক বিতরণসহ বৃক্ষ রোপন করা হয়েছে। বুধবার বিকালে শিশু কিশোর কিশোরী কার্যালয় চত্বরে ওই সকল অনুষ্ঠানের সাথে জাতীয় কন্যাশিশু দিবস পালনেও আলোচনা অনুষ্ঠিত হয়।
পল্লীসমাজ প্রধান মহারাজ সরকারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার। বিশেষ অতিথি ছিলেন-প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা তথ্য কর্মকর্তা জুথিকা বিশ্বাস, প্রধান শিক্ষক বিপুল কান্তি বিশ্বাস বিপ্লব ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি মোল্লাহাটের সংগঠক মোঃ ইদ্রিস আলী।
সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু কিশোর কিশোরী কার্যালয়ের পরিচালক সজিব সরকার।