নীলফামারীর কিশোরগঞ্জে মাছ ধরতে ছাপজাল ছুড়ার সময় নদীতে পড়ে আবদুস ছালাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি ময়দানপাড়া গ্রাম সংলগ্ন ধাইজান নদীতে এঘটনা ঘটে। মৃত যুবক ওই গ্রামের জয়রুদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, সকালে মাছ ধরার জন্য আবদুস সালাম বাড়ি থেকে ছাপজাল নিয়ে ধাইজান নদীর ওই এলাকায় যায়। নদীর তীর থেকে জাল ছুড়ে ফেলার সময় ঝোঁক সামলাতে না পেরে পা ফসকে নদীতে পড়ে হাবুডুবু খায়। এ সময় পানির স্রােতে ওই জাল তার শরীরে প্যাঁচ লেগে একপর্যায়ে সে নদীতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ থানার ওসি আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।