‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এই শ্লোগান নিয়ে নওগাঁর মান্দায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সগক প্রদক্ষিণ করে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মান্দার আয়োজন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মোরশেদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, উপসহকারি প্রকৌশলী রায়হানুল হক, সুলতানুর রেজা, কমিউনিটি অর্গানাইজার জালাল উদ্দিন খান প্রমুখ।
পরে জলছত্র-পাঁজরভাঙ্গা জিসি রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়। এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী মোরশেদুল হাসান বলেন, মুজিববর্ষ উপলক্ষে অক্টোবর মাস জুড়ে উপজেলার বিভিন্ন রাস্তার সংস্কার কাজ বাস্তবায়ন করা হবে।