নওগাঁর মান্দায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চকশৈল্যা উচ্চবিদ্যালয় মাঠে বিতরণ অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ প্রধান অতিথি ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হালিম, ম্যাজিস্ট্রেট মোস্তাফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য গোলাম আজম, বেলাল হোসেনসহ এলাকার বানভাসি মানুষ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক হারুন-অর-রশিদ বিষ্ণুপুর ইউনিয়নের সহস্রাধিক বানভাসি মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। সংশ্লিষ্ট সুত্র জানায়, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ১ হাজার ১৬০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়।