সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে। র্শীষ আসনে বসে তারা সরকারের দেয়া বেতন নিচ্ছেন। আবার সারা-দিন কামলা খাটেন তাদের টাকাও আত্মসাধ করছেন তিনি। এমনি এক ঘটনা জন্ম দিয়েছেন কুষ্টিয়ার সদর উপজেলার উজানগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খালেদা শিরিন। বাংলাদেশ সরকারের দেয়া ক্ষৃদ্র মেরামত ও বিদ্যালয়ের উন্নয়নের জন্য উজানগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২লক্ষ টাকা বরাদ্দ দেন। এই মেরামতের কোন কমিটি তিনি করেন নাই। সভাপতি এবং প্রধান শিক্ষিকা যৌথ্য স্বাক্ষরে ওই টাকা কাজ শেষে উত্তোলন করেন। যেন-তেন কাজ করে বিল জমা দেন তারা। স্কুল কমিটির সভাপতি তিনি জানান, প্রধান শিক্ষিকিা একাই টাকা তুলে নিয়েছেন। আমি এই বিষয়ে উপজেলা শিক্ষা অফিসে গিয়ে জানতে পারি। আবার স্কুলের রং মিস্ত্রির ৩৮হাজার টাকা তিনি না দিয়ে আত্মসাধ করেছেন। এই ব্যাপারে রং মিস্ত্রি বকুল মিয়া কুষ্টিয়া উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা চেয়ারম্যান, এবং শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। কথা হয় রং মিস্ত্রি বকুলে সাথে তিনি জানান আমরা প্রায় শতাধিক মানুষ এই স্কুলে রং এর কাজ করেছি, বিল উঠলে টাকা দেয়ার কথা, একটি টাকাও আমাদের দেয়নি। এর আগে স্লীপ বাবদ ৬২হাজার টাকা উত্তোল করে এই প্রধান শিক্ষিকা খালেদা শিরিন। এই টাকার কোন কাজ তিনি করেননি। এছাড়াও প্রাক-শিশু উন্নয়নের(খেলা-ধুলা উপকরন)বাবদ ১০হাজার টাকার তিনি আত্মসাধ করেছেন। ১৫আগষ্ট জাতীয় শোক দিবসে ২হাজার টাকা,এবং সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা উন্নয়ন কাজের জন্য ৪০হাজার টাকা পূর্বের কমিটির সাথে আত্মসাধ করেছেন বলে অভিযোগ এলাকাবাসি।