চালের উর্ধমুল্য রোধ ও খাদ্য নিরাপত্তার দাবিতে সৈয়দপুরে মানববন্ধন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। ১ সেপ্টেম্বর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য বলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আলম মাস্টার, বাংলাদেশ ছাত্রমৈত্রী উপজেলা শাখার নেতা মাহমুদুল হাছান তনুজ, ক্ষেত মজুর ইউনিয়ন উপজেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ছাত্রমৈত্রী নেতা তৌফিক আহমেদ লিমন, নারী মুক্তি সংসদের সদস্য ফেন্সি আকতারসহ অনেকে। এ সময় তারা বলেন দেশে দিন দিন চালের দাম বেড়েই চলছে। সরকারের সাথে চুক্তি করে মিলাররা চাল দিতে অপারগতা প্রকাশ করছে। করোনা পরিস্তিতিতেও মিলাররা কারসাজি করে চালের দাম বাড়াচ্ছে। অথচ সরকার কোন উদ্যোগ নিচ্ছে না। সরকারি খাদ্য অধিদপ্তরের সাথে চাল সরবরাহের জন্য সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়েছে ১৭ টি হাসকিং চালকল এবং ৫ টি অটো চালকলসহ মোট ২২ টি চালকল। এদের মধ্যে চুক্তির পরও ৬টি চালকল চাল সরবরাহ করছে না। ওই চালকলগুলো হলো মেসার্স জয়নুল হাসকিং মিল, স্মৃতি হসকিং মিল,নুর মোহাম্মদ হাসকিং মিল, রুবা হাসকিং মিল, আলি হাসকিং মিল ও আফতাব হাসকিং মিল।