নওগাঁর পোরশা সরাইগাছি মোড় বিসমিল্লাহ মার্কেটে মার্কেন্টাইল ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। মেসার্স কথক ট্রেডার্স এর আয়োজনে মঙ্গলবার ঢাকা প্রধান অফিস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচোলক কামরুল ইসলাম চৌধুরী। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংক শিশাহাট শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে মার্কেন্টাইল ব্যাংক শিশাহাট শাখার ক্রেডিট কর্মকর্তা সাইদ হাসানি, জিডি কর্মকর্তা জহুরুল ইসলাম, সংশ্লিষ্ট এজেন্ট শাখার পরিচালক মহব্বত হোসেন সহ বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।