নওগাঁর পোরশায় গাঁজা ও চোলাইমদ সহ ৪ মাদক ব্যবসায়ী ও এক ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন মাদক ব্যবসায়ী উপজেলার সোমনগর ধামানপুর গ্রামের সমরু লাকড়ার ছেলে কুকিল(২৫), পোরশা ননসাই গ্রামের ভুকা শীং এর ছেলে রুপেন শীং(৪৭), পূর্ব গ্রামের ওসমানের ছেলে ইব্রাহী(২৮), পশ্চিম দেউলিয়া গ্রামের মসলুর ছেলে সমরু(৪২) ও সিআর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি মরাকাঠা গ্রামের ইসা মন্ডলের ছেলে আজিম মন্ডল(৬০)। গোপন সংবাদের ভিত্তিতে এসআই শীতল কুমার, এসআই এরশাদ ও এসআই সাখোয়াত সঙ্গীয় ফোর্স সহ বুধবার রাতে নিজ নিজ গ্রাম থেকে মাদক ব্যবাসী ৪ জনকে ২০০গ্রাম গাঁজা ও ১৬লিটার চোলাইমদ সহ পৃথক ভাবে আটক করেন। পোরশা থানা কর্মকর্তা ইনচার্জ শফিউল আজম খাঁন ৫ জনকে আটক করার ঘটনা স্বীকার করেন এবং আটকৃত মাদক ব্যবসায়ী ৪ জনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি আজিম সহ ৫জনকেই বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।