কুষ্টিয়ার দৌলতপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্প্রতিবার সকাল ১০ টায় উপজেরা পরিষদ কনফারেন্স রুমে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, স্বাগত বক্তব্য রাখেন সদ্য বিদায়ী উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা ইশরাত জাহান, বিশেষ অতিথি থেকে বক্তব্য রাে রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান, সোনালী খাতুন আলেয়া, সমাজ সেবা কর্মকর্তা মোঃ সানোয়ার আলী, প্রকল্ট বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হান্নান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ খাদেমুল হক। এ ছাড়া অনুষ্ঠানে সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।