বাগেরহাটের মোল্লাহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই’র মোবাইল আদেশে বর্বরোচিত হামলায় ছোট ভাইসহ ছোট ভাই’র স্ত্রী ও তাদের দুই শিশু ছেলে গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সকাল ১০টায় উপজেলার গাওলা গ্রামে ন্যাক্কার জনক ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় আহতরা সকলে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। আহতরা হলেন-রুবেল ওরফে বরকত (৪০)সহ তার স্ত্রী হীরা বেগম (৩৩) এবং ছেলে বাদল (১৬) ও মোহাম্মদ আলী (১৪)।
ভিকটিম সুত্র জানায়-জমি সংক্রান্ত বিরোধের জেরে বড়ভাই সাখায়েত এর মোবাইল আদেশে ধারালো অস্ত্র ও লাঠি-সোঠা নিয়ে ১০/১২ জনে বর্বরোচিত হামলা চালায় ছোটভাই বরকতের পরিবারের ওপর। ওই হামলায়/রাম দা’র কোপে বরকত ও তার শিশু ছেলে বাদল’র মাথায় গুরুতর যখম হয়। এ ছাড়া বরকতের স্ত্রী হীরা বেগম ও তার অপর শিশু ছেলে মোহাম্মাদ আলী’কে মাটিতে ফেলে অমানবিকভাবে লাঠি-পেটা করে। একপর্যায়ে এলাকাবাসী এসে তাদেরকে মূমূর্ষ অবস্থায় উদদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তারা আরো জানায়-উক্ত ঘটনা আড়াল করতে হামলাকারীরাও নিজেদের ৪জনের শরীরে যখম সৃস্টি করে খুমেক হাসপাতালে ভর্তি হয়।
ওই ঘটনার যথাযথ বিচার দাবী করে ভিকটিম পক্ষ বলেন-একটু সুস্থ’্য হলেই হত্যা চেস্টাকারীদের বিরুদ্ধে মামলা করা হবে।