“আমরা সবাই সোচ্চার,বিশ্ব হবে সমতার”এই শ্লোগানকে সামনে রেখে বুধবার সকলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্বাশতী শীল এর সভাপতিতে মহেশপুর উপজেলার বাথানগছী সরকারী পাথমীক বিদ্যালয়ে জাতীয় কন্যা শীশু দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রদান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মইজদ্দিন হামিদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন ১১ন মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, বাথানগছী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আরা ইসলাম,শংকরহুদা বাথানগাছী মাধ্যমীক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হসেন। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভাটি পরিচালনা করেন শ্রী মনোরনজন।