শ্রীনগর উপজেলা ছাত্র দলের নব নির্বাচিত আহ্বায়ক কমিটি আনন্দ মিছিল বের করে। কেন্দ্রীয় ছাত্রদল ও মুন্সীগঞ্জ জেলা ছাত্র দলকে শুভেচ্ছা জানিয়ে এ আনন্দ মিছিল বের করা হয়। বুধবার সকাল সারে ১০ টার দিকে সরকারি শ্রীনগর কলেজ থেকে আনন্দ মিছিলটি বের হয়ে যুবদলের কার্যালয়ে যেয়ে শেষ হয়। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা ছাত্র দলের নবনির্বাচিত কমিটির আহ্বায়ক লিমন মোড়ল, সদস্য সচিব জহিরুল ইসলাম বাদশা, ১ নং যুগ্ম-আহ্বায়ক হাসিব হোসেন, যুগ্ম-আহ্বায়ক ফরিদ হেসেন রানা, সাইফুল ইসলাম শিমুল ,সদস্য ইমরান হোসেন, সবুজ মোড়ল, ফয়সাল হোসেন, শ্রীনগর কলেজ শাখার ১ নং যুগ্ম-আহ্বায়ক রায়হান অনিক, যুগ্ম-আহ্বায়ক মারুফ বিল্লা, সাগর হোসেন, সদস্য সচিব ইমদাদুল হক ইমনসহ উপজেলা ছাত্র দলের বিভিন্ন নেতা কর্মী আনন্দ মিছিলে অংশ নেয়।