নওগাঁর মান্দায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে প্রসাদপুর খাদ্য গুদাম থেকে বিতরণের লক্ষে এসব ত্রাণ সামগ্রী উপজেলার ৮ ইউনিয়নে পৌঁছে দেয়া হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হালিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, প্রসাদপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান মিয়া, ইউপি চেয়ারম্যান ইব্রাহীম আলী বাবু, তোফাজ্জল হোসেন তোফা, ইউপি সদস্য আজাহার হোসেন, আকতারুজ্জামান বুলু, আবদুল কাইয়ুমসহ স্থানীয় গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে মান্দা সদর ইউনিয়নের ফেরিঘাট আদিবাসীপাড়া ও কালিকাপুর বাজারে দুর্গত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রাণালয়ের বরাদ্দকৃত ২৫ মেট্রিকটন চাল ২ হাজার ৫শ পরিবারে ও ১৫০ পরিবারে শুকনো খাবারসহ উপজেলা পরিষদের পক্ষ থেকে ৪শ পরিবারে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়।