ঝিনাইদহের হরিণাকুন্ডতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল,টিফিন বক্স, স্যানিটারি ন্যাপকিনসহ শিক্ষা উপকরণ বিতরণ করেছে উপজেলা পরিষদ। বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে এক আলোচনা সভা শেষে ২০১৯-২০ অর্থ বছরের এডিপি তহবিল থেকে উপজেলার প্রায় ৫০জন শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন ও ইউএনও সৈয়দা নাফিস সুলতানা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, শিক্ষক শহিদুল ইসলাম, শিক্ষার্থী তাহসিনা তাসনিম নিশাত প্রমুখ।