জাতীয় মৎস্যজীবী সমিতির নামে গরীব, অসহায়, মৎস্যজীবীদের নিকট থেকে অনৈতিক ভাবে চাঁদা আদায়ের অভিযোগে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী বাজারে স্থানীয় জেলে ও মৎস্যজীবীরা এই মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয় মৎস্যজীবী সমিতি, মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ খলিলুর রহমান শেখ, সহ-সভাপতি মোঃ আঃ সবুর হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ আলমাস খান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফারুক খান, মৎস্যজীবী নেতা মোঃ আঃ রহিম খান, মোঃ বিটুল শিকদার, মোঃ নেছার শেখ প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় মৎস্যজীবী সমিতি, মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবুু ছালেহ ফরাজী ও সাধারণ সম্পাদক মোঃ এছেম আলী খান পুটিখালী ইউনিয়ন প্রতিনিধি দেলোয়ার হোসেনের মাধ্যমে সরকারি সহয়তা প্রাপ্ত ১‘শ ৫৩ জন মৎস্যজীবীর কাছ থেকে ১০ বছর ধরে সঞ্চয়ী আমানতের নামে ১‘শ ২৫ টাকা করে চাঁদা আদায় করে আসছে। কিন্তু আজ পর্যন্ত এই টাকার কোন হিসাব পাইনি আমরা। এছাড়া ইউনিয়নের সাধারণ মৎস্যজীবীদেরকে সরকারি চাল পাইয়ে দেওয়ার কথা বলে জন প্রতি ২ থেকে ৫ হাজার টাকা নিয়েছে উপজেলা শাখার নেতারা। এই টাকার সঠিক হিসেব না পেয়ে আমরা এই টাকা দিতে অস্বীকৃতি জানালে সভাপতি আবুু ছালে ফরাজী ও সাধারণ সম্পাদক মোঃ এছেম আলী খান আরও চাপ দিচ্ছেন। এ কারণে পুটিখালী ইউনিয় কমিটির বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির কাউকে কিছু না জানিয়ে মোঃ সিদ্দিক খানকে সভাপতি ও দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করে। যা সম্পুর্ন গঠনতন্ত্র বহির্ভূত কাজ। আমরা এই অনৈতিক কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানাই। অতিদ্রুত এই কমিটিকে বাতিল ও সঞ্চয় হিসেবে রাখা সাধারণ মৎস্যজীবীদের টাকার সঠিক হিসেব চাই। তা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথা ব্যক্ত করেন মৎস্যজীবী নেতারা।
বক্তারা আরও বলেণ, আবুু ছালে ফরাজী ২০০৫ সাল থেকে ২০২০ অর্থ্যাৎ ১৪ বছর জাতীয় মৎস্যজীবী সমিতি, মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। যার ফলে তিনি একক ভাবে সমিতি অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতা করে যাচ্ছে। তার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কেউ কোন কথা বললে সমিতির পদ থেকে তাকে বহিস্কার করে দেন। আমরা অতিদ্রুত আবুু ছালেহ ফরাজীর পদত্যাগ দাবি করছি।
মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবুু ছালেহ ফরাজী বলেন দুই বছর ধরে আমরা মৎস্যজীবীদের কাছ থেকে কোন চাঁদা নেই না। এর আগে মৎস্যজীবীরা যে টাকা দিয়েছেন সেই টাকা ব্যাংক হিসেবে জমা রয়েছে। আর্থিক অনিয়মের কারণে পুটিখালী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ খলিলুর রহমান শেখকে বহিস্কার করায় আমার বিরুদ্দে এসব অভিযোগ করছেন।