নোয়াখালীর অস্ত্র মামলার দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাহাঙ্গীর (৪০)কে গ্রেপ্তার করেছে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে গোপন সংবাদ পেয়ে রামগতির চর হাসান হোসেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে নোয়াখালী কারাগারে পাঠানো হয়েছে। জাহাঙ্গির রামগতি উপজেলার চরগজারিয়া গ্রামের মৃত হাদিদ আলীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, ২০১৩ সালের নোয়াখালির হাতিয়া উপজেলায় ডাকাতি করতে গিয়ে অস্ত্রসহ গ্রেপ্তার হয় জাহাঙ্গীর। তখন থেকে দীঘদিন কারাভোগ করার পর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আত্ম গোপনে থাকে সে। গত তিন মাস আগে নোয়াখালী জজ আদালের বিচারক জাহাঙ্গিরকে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। রোববার রাতে গোপন সংবাদ পেয়ে লক্ষ্মীপুর ডিবি পুলিশের ওসির নেতৃত্বে রামগতি থানার চর হাসান হোসেন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এ কে এম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।