কুড়িগ্রামের রাজারহাটের তিস্তা নদীতে মুঠো জালে মাছ দরতে গিয়ে ষাটোর্ধ এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধার করতে রংপুর থেকে ডুবরী দল এসে ওই এলাকায় কাজ করছে।
এলাকবাসী ও নিখোঁজের পরিবার জানান, রোববার (২৭সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাখাঁ গ্রামের মৃত ওসমান আলীর পুত্র ইসমাইল হোসে(৬৬) তার বাড়ি পাশে নামাটারী এলাকায় তিস্তার নদীতে মুঠোজালে মাছ ধরতে যায়। সারাদিন পর বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে খুঁজতে থাকে। ২৮সেপ্টেম্বর সোমবার সকালের দিকে রংপুর থেকে ডুবরী দল এসে তিস্তা নদীতে খুঁজতে থাকে। কিন্তু২৮সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৭ঘটিকা পর্যন্ত নিখোঁজ ইসমাইল হোসেনকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে ওই ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার নিশ্চিত করেন।