নওগাাঁর সাপাহারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন পালন করা হয়েছে। ১৯৪৭ সালে আজকের এইদিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর জন্ম হয়। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান।
সোমবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী’র সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দির্ঘায়ু কামনা করে দোয়া ও কেক কাটা মধ্যদিয়ে জন্মদিন পালন করা হয়।
এসময় দলের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন,সহ-সভাপতি মন্মথ সাহা,সাজেদুল আলম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী,কৃষকলীগের সভাপতি আবদুর রশিদ,মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাইমা বেগম, সম্পাদক ইসফাত জেরিন মিনা,যুবলীগের সম্পাদক বকুল হোসেন,সাংগঠনিক সম্পাদক সমাপন,ছাত্রলীগের আহ্বায়ক রাসেল রানা সহ দলের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।