শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিন পালিত হয়েছে।
সোমবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগ নালিতাবাড়ী উপজেলা শাখার মাঝে পক্ষ হয়ে আলাদাভাবে জন্ম দিন পালন করেছে। তার মধ্যে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাষ্টারের নের্তৃত্বে একটি পক্ষ এবং উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ফজলুর রহমানের নের্তৃত্বে একটি পক্ষ আলোচনা সভা মিলাদ মাহফিল, দোয়া ও কেক কাঁটার মধ্য দিয়ে দিনটি উপদযাপিত হয়।