নীলফামারীর জলঢাকা পৌরবাসীর প্রধান সমস্যা জলাবদ্ধতা, দীর্ঘ দিনেও যা নিরসন হয়নি। পৌরসভার রাস্তা- ঘাট, সরকারি দপ্তর, স্কুল- কলেজ এমনকি বসতভিটায় সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি থৈ থৈ করে। এর ফলে স্কুল-কলেজের ছাত্র- ছাত্রীরা দুর্ভোগে পরে প্রতিনিয়ত। রাস্তায় পানি জমে এমন অবস্থার সৃষ্টির হয় যা বোঝার উপায় নেই এটি রাস্তা না ডোবা। অফিস পাড়ায় পানি জমে জলাবদ্ধতার ফলে সেবা নিতে আসা মানুষগুলো পরে চরম বেকায়দায়। এ দুর্ভোগের যেন কোনো পরিসীমা নেই। ড্রেনেজ ব্যবস্থা না থাকা এর মূল কারণ বলে জানান পৌরবাসী। এলাকাবাসীর দাবির মুখে ২০০১ সালে ইউনিয়ন থেকে পৌরসভা ঘোষণা হয়। কয়েক দফা মেয়র পরিবর্তন হলেও পৌরবাসীর ভাগ্যের পরিবর্তন ঘটেনি। নাগরিক সুবিধা না থাকলেও প্রতি বছর গুণতে হয় পৌর করের টাকা। এ যেন মরার ওপর খাড়ার ঘা। বর্ষা মৌসুমের শুরু থেকেই পৌর শহরসহ প্রতিটি পাড়া- মহল্লায় হাঁটু পানিতে নিমজ্জিত হয়ে থাকে। এলাকাগুলো হলো মুদিপাড়া, সবুজপাড়া, কলেজপাড়া, থানা সংলগ্ন সড়ক, কাচারীপাড়া, মাথাভাঙ্গা মুন্সিপাড়াসহ প্রায় প্রতিটি এলাকা এবং শিক্ষাপ্রতিষ্ঠান। ৯টি ওয়াডের্র পৌরসভাটিতে প্রায় লক্ষাধিক লোকের বসবাস। প্রতিটি ওয়ার্ডে বসবাসরত সাধারণ মানুষের দাবি সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধাসহ ড্রেনেজ ব্যবস্থার। কলেজপাড়ার মাসুদ, মুদিপাড়ার দীনবন্ধু, মুন্সিপাড়ার রেজাউল ও থানা এলাকার হামিদুল হক জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে আমাদের এলাকায় হাঁটু পানি জমে জলাবদ্ধতার সৃষ্ঠি হয়। ফলে ঘর থেকে বের হতে পারি না। এদিকে পানিতে দুর্গন্ধ ছাড়াচ্ছে এবং বেড়েছে মশার উপদ্রবও।
এ ব্যাপারে সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু বলেন, আমি মেয়র থাকা অবস্থায় রাস্তা- ঘাটের জলাবদ্ধতা নিরসনের জন্য সার্বক্ষণিক কাজ করেছি, এক সময় জিরো পয়েন্ট এবং ট্রাফিক মোড় কাদায় নিমজ্জিত ছিল তা অপসরণ করে নাগরিক সুবিধা নিশ্চিত করেছি। বর্তমান মেয়র সে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। সেই জন্য দুর্ভোগ পোহাচ্ছে পৌরবাসীকে। বর্তমান মেয়র ফাহমিদ ফয়সাল চৌধূরী কমেট জানান, জলাবদ্ধতা নিরসনে আমি ৮০ ভাগ কাজ ইতিমধ্যে শেষ করেছি। বাকি কাজ সমাপ্ত হলে পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
আধুনিক পৌরসভা নির্মাণে আমাদের অনেক মেগা পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।