নীলফামারীতে পারিবারিক সহিংসতা প্রতিরোধে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ২৭ সেপ্টেম্বর জেলা সদরের সংগলশী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওই কর্মশালার আয়োজন করে এনজিও পল্লীশ্রীর ইমেজ প্রকল্প।
কর্মশালায় সংগলশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মোস্তাফিজার রহমান সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য বলেন জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক নুরুন্নাহার শাহজাদী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লীশ্রীর জেলা প্রকল্প সমন্বয়কারী মতিয়া বেগম মুক্তি, প্রকল্প ব্যবস্থাপক এসএম মকিম চৌধুরী, সংগলশী ইউপির নারী সদস্য লাকী বেগম প্রমুখ। কর্মশালায় জনপ্রতিনিধি, বিবাহিতা কিশোরী ও সুধি সমাজ প্রতিনিধিসহ ৪০ জন অংশগ্রহণ করেন।