নওগাঁর পোরশায় বে-সরকারী সংস্থা ডাসকো ফাউন্ডেশনের উদ্যেগে থানায় কর্মরত নারী পুলিশ সদস্যদের নিয়ে ওয়ারিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার থানা কর্মকর্তা ইনচার্জের কার্যালয়ে স্ট্রেনদেন্ড সিভিল সোসাইটি প্রটেক্টস্ এ- প্রোমোটস্ উইমেনস রাইটস প্রজেক্ট এর আয়োজনে ও নেটজ বাংলাদেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এতে সভাপতিত্ব করেন কর্মকর্তা ইনচার্জ শফিউল আজম খাঁন। বাল্যবিবাহ নিরোধ আইন ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষায় নারী পুলিশদের করনীয় বিষয়ে উপস্থাপন করেন নারী অধিকার প্রকল্পের সমন্বয়কারী মাহবুবুর রহমান, ট্রেনিং এ- এ্যাডভোকেসি কর্মকর্তা আবুল কালাম আজাদ ও ফিল্ড কর্মকর্তা ভানু রানী। ওয়ারিয়েন্টেশনে কর্মকর্তা ইনচার্জ(তদন্ত) আনোয়ারুল ইসলাম সহ নারী পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।