নীলফামারীর সৈয়দপুরে এক কিশোরীকে ধর্ষণে ব্যর্থ হয়ে গলাটিপে হত্যা চেষ্টার অভিযোগে রিপন নামের এক অটোচালককে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। ওই অটো চালক শহরের পাটোয়ারী পাড়া মনসুরের মোড় এলাকার খয়বর হোসেনের ছেলে। ২৭ সেপ্টেম্বর রাতে পুলিশি অভিযানে সে গ্রেফতার হয়। জানা যায়, পূর্ব পাটোয়ারী পাড়ার ওই কিশোরী ফতেজংপুরে একটি গার্মেন্টসে কাজ করতো। গত ২৬ সেপ্টেম্বর কোম্পানি থেকে কাজ শেষে বাড়ি ফেরার সময় সৈয়দপুর শহরের চাউল মার্কেট এলাকায় পৌছলে প্রবল বর্ষণ শুরু হয়।
এসময় এলাকার অটো চালক তার অটোতে বাড়ি যাওয়ার জন্য বলে। কিন্তু কিশোরী একা থাকায় তার সাথে যেতে প্রথমে রাজি হয়নি। পরে উপায় না পেয়ে তার অটোতেই বসে পড়ে। ফাঁকা স্থানে এসে চালক অটো থামিয়ে কিশোরীকে জোড় পূর্বক ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণে ব্যর্থ হয়ে ওই চালক মেয়েটির গলা চেপে তাকে পাশের বাশঝাড়ে নিয়ে যায়। সেখানে তাকে হত্যার চেষ্ঠা করে। এক পর্যায় মুখ থেকে হাত সরিয়ে চিৎকার করে মেয়েটি। তার চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে অটো চালক অটো নিয়ে পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন কিশোরীকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে রিপনকে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করেন সৈয়দপুর থানায়। সৈয়দপুর থানার এসআই দিলীপ কুমার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রিপনকে গ্রেফতার করে।
সৈয়দপুর থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আবুল হাসনাত খান অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।