খুলনার পাইকগাছায় প্রায় শত বছবরের চলাচলের পথ বন্ধ করে দিয়ে ৬টি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়াগেছে। অভিযোগ ও সরজমিনে যেয়ে দেখায়ায়, উপজেলার হাছিমপুর গ্রামের খোকন সরদারের শরিক লিয়াকত সরদাররা ইটের ভাঁটায় কাজে গেলে এ সুযোগে ঘর নির্মাণ করে রাস্তা বন্ধ করে দেয়। ফলে লেয়াকতের পরিবার সহ ৬টি পরিবারের ৫০/৬০ জন লোক অবরুদ্ধ হয়ে পড়ে। বারবার রস্তাটি উন্মুক্ত করার কথা বলা হলেও ৮০-৮৫ বছর রাস্তাটি উন্মুক্ত না করায় উভয়ের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে গত বছর খোকন সরদাররা লিয়াকতকে দা দিয়ে মাথায় এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক জখম করে। বিষয়টি নিয়ে সম্প্রতি ইউপি চেয়ারম্যান সহ ৯জন ইউপি সদস্য সালিশী বৈঠকে মিমাংসা করতে ব্যর্থ হয়। আশি বছরের বৃদ্ধ অহেদ আলী বলেন লিয়াকদের পারিবারিক রাস্তাটি বন্ধ করে দেয়ায় তারা আমাদের কবরখানার উপরদিয়ে বারবার নিষেধ করার শর্তেও চলাচল করছে। এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড সদস্য লুৎফর রহমান জানান, দীর্ঘদিনের পথ বন্ধ করা খুবই দুঃখজনক। কয়েক বার বিষয়টি নিষ্পত্তি করতে ব্যর্থ হয়েছি। বিষয়টি দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। প্রতিপক্ষ খোকন সরদারের স্ত্রী কোহিনুর বেগম জানায়, পিছন থেকে জায়গা ছেড়ে না দেয়ায় তাদের জমিতে তারা ঘর তৈরী করেছ।