নওগাঁর সাপাহারে অবৈধভাবে সুতি জালের বানার বেড়া দিয়ে মাছ ধরার অভিযোগে ভ্রাম্যমান আদালতে শামসুল আলম (৩৫) নামের এক ব্যক্তির ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিষ্ট্রেট কল্যাণ চৌধুরী।
জানা গেছে, ২৬ সেপ্টেম্বর শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার বেলডাঙ্গা এলাকায় পূনর্ভবা নদীতে অবৈধভাবে ২০০ গজ সুতিজালের বেড়া দিয়ে মাছ ধরায় হাঁপানিয়া বিওপির কমান্ডার নায়েক সুবেদার মোঃ কামরুল ইসলাম উপজেলা প্রশাশনকে অবগত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সুতিজাল মালিক ও উপজেলার হাঁপানিয়া গ্রামের মৃত আবদুল হকের ছেলে শামসুল আলমের ৫ হাজার টাকা জরিমানা করেন।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা রোজিনা পারভীন সহ বিজিবি সদস্য, পুলিশ সদস্য ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।