মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রাবন্তী দত্তের অপহরণকারীকে শাস্তি ও সুদর্শন গাঙ্গুলীর বেদখল সম্পদ উদ্ধারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সিরাজদিখান বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে মানববন্ধন করা হয়। জেলা হিন্দু-বোৗদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ প্রধান অতিথি উপস্থিত ছিলেন। এছাড়া শ্রাবন্তী দত্তের অপহরণকারীকে গ্রেফতার ও শাস্তির দাবীতে জৈনসার ইউনিয়নের হিন্দু সম্প্রদায় এবং সুদর্শন গাঙ্গুলীর বেদখল সম্পদ উদ্ধারের প্রতিবাদে কোলা ইউনিয়নের হিন্দু সম্প্রদায় মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
জেলা হিন্দু-বোৗদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্ত্তির সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন জৈনসার ইউনিয়ন হিন্দু-বোৗদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি বাবু সত্যরঞ্জন। এ সময় বক্তব্য রাখেন জেলা হিন্দু-বোৗদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি এ্যাডভোকেট অজয় চক্রবর্ত্তি, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সমর ঘোষ, সহ-সভাপতি অভিজিৎ দাস ববি, রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা হিন্দু-বোৗদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাংগঠনিক সম্পাদক টিটু চৌধুরী, জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি তাপস কুমার দাস, সাধারণ সম্পাদক তপন রাজবংশী, সিরাজদিখান উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি পরিতোষ দেবনাথ, সহ সভাপতি দিপক মন্ডল, সাধারণ সম্পাদক দীলিপ মন্ডলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
শ্রাবন্তী দত্তের অপহরণ বিষয়ে জৈনসার ইউপি চেয়ারম্যান জানান, ঘটনাটি অপহরণ নয়, মেয়েটি একটি মুসলমান ছেলের সাথে প্রেমেরে টানে পালিয়েছে।
এ ব্যপারে পুলিশ জানায়, আমাদের তদন্তে ছেলে মেয়ের সম্পর্কের বিষয় পাওয়াগেছে। তবে মেয়েটির ১৮ বছর পূর্ণ হয়নি। থানায় অপহরণ মামলার প্রেক্ষিতে উদ্ধারের চেষ্টা অনেক অগ্রগামী। তবে এ মুহুর্তে আমরা বেশি তথ্য দেব না। খুব দ্রুত আমরা তাকে উদ্ধার ও ছেলেটিকে গ্রেফতার করতে পারব। আর গাঙ্গুলীর সম্পত্তির বিষয় আদালতের ব্যপার, আমরা আসামী ধরে আদালতে পাঠিয়েছি।