অনতিবিলম্বে মদের বার স্থাপন বন্ধের দাবিতে নওগাঁ প্রতিবাদ সভা করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে শহরের নওজোয়ান মাঠের সামনের রাস্থায় এ প্রতিবাদ সভা করা হয়। আইএবি নওগাঁ জেলার সভাপতি আলহাজ্ব মুহাঃ মশিহুর রহমান (মকছুদ) এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, আইএবি‘র নওগাঁ জেলার সহ-সভাপতি মাওঃ মহাঃ মোবারক হোসেন সিরাজী, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, নওগাঁ সদর উপজেলার সভাপতি মহাঃ আবদুল হক, মহাদেবপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওঃ মহাঃ সেকেন্দার আলী প্রমুখ।
বক্তরা তীব্র প্রতিবাদী কন্ঠে বলেন, সারা বিশ্বের যত প্রকার রিসার্স আছে তাতে প্রমান হয়েছে যে, মদ প্রাণ করে শরীর কোন প্রকার উপকারে আসে না। মদ শরীরের জন্য যাবতীয় ক্ষতির কারন। নওগাঁ জেলায় ৯৩৫ জনের মদ প্রাণ করা বৈধ্য অনুমতি আছে। আমরা দেশের জন্য, দেশের যুব সমাজের জন্য যে কোন আন্দোলন করতে আমরা প্রস্তুত আছি। আগামী ৭দিনে মধ্য মদের বার তৈরি যাবতীয় কার্যক্রম বন্ধ করা না হলে, বৃহত্তর আন্দোলনের মাধ্যমে বন্ধ করা হবে।