খুলনা পাইকগাছায় ডিহিবুড়া নদী ইজারা নিয়ে এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। ইজারা প্রদানের প্রক্রিয়া বন্ধের দাবীতে সভা সমাবেশ ও মানববন্ধন হয়েছে। এ প্রক্রিয়া বন্ধ না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় চেয়ারম্যানসহ সকল জনপ্রতিনিধি এলাকাবাসী। উপজেলার দেলুটি ইউনিয়নে ডিহিবুড়া নদী অবস্থিত। যার আয়তন ৫০ একরের বেশি বলে জানা যায়। কৃষি সেচের জন্য এ নদীতে সারা বছর মিষ্টি পানি সংরক্ষণ করা হয়। হরিণখোলা, দারুনমল্লিক, কালিনগর, বিগরদানা, সেনের বেড় ও হাটবাড়ী, গ্রামের কৃষকরা কয়েক বছর ধরে এ নদীর পানি দিয়ে কৃষি সেচের কাজ করে আসছে। লবণ পানি বেষ্ঠিত এলাকা হলেও ২০১৪ সাল থেকে এলাকাবাসী ২২ নম্বর পোল্ডারে লবণ উঠা নামা বন্ধ করে দিয়েছে। ডিহিবুড়া নদীর সংরক্ষণ করা পানি দিয়ে সাড়ে চার হাজার বিঘা জমিতে ধান, তরমুজ, বাঙ্গি ও তিলসহ নানা প্রকার রবিশষ্য উৎপাদন করা হয়। এ এলাকার উৎপদিত তরমুজ দেশ বিদেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করে লাখ, লাখ টাকা আয় করে আসছে কৃষকরা। অসংখ্য লোকের হয়েছে কর্মসংস্থান। এদিকে চলতি বছর একমাত্র মিষ্টি পানির আঁধার বদ্ধ ডিহিবুড়া নদী ইজারা নেয়ার জন্য বহিরাগত কতিপয় ব্যক্তি তৎপরতা শুরু করেছে। সরকারের পক্ষ থেকে ইজারা প্রদানের ব্যাপারে অনেক অগ্রগতিও হয়েছে। বিষয়টি জানার পর দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল উপজেলার মাসিক সভায় উত্থাপন করেন রেজুলেশনভুক্ত করেন। এ চক্রান্ত বন্ধের দাবীতে এ নদীর তীরে ইউনিয়ন পরিষদ ও এলাকাসীর উদ্যোগে মানববন্ধন হয়েছে।