মোল্লাহাটে জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি’র নির্বাচনী জনসভায় স্বাধীনতা বিরোধী/আততায়িদের পুতেরাখা শক্তিশালী বোমা বিষ্ফোরণ ও বিভিষীকাময় হত্যাকান্ডের ১৯তম বর্ষ পালনে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগ কার্যালয়ে বুধবার বিকাল ৫টায় এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থ্যতা কামনাসহ জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি’র মা’এর সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধূরীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন-উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মোঃ সেলিম রেজা, আ.লীগ নেতা ও কে,আর, কলেজ এর অধ্যক্ষ এল জাকির হোসেন, মোঃ ইউসুফ আলী খান, মোল্লা হাসান আলী হায়দার, ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, আ.লীগ নেতা এস,এম, নাসির উদ্দিন, চৌধূরী আহসান হাবিব শামীম, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, কে,আর, কলেজ ছাত্রলীগ সভাপতি শেখ সাজ্জাদ ও ছাত্রলীগ নেতা টিকলু প্রমূখ।