মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলা উত্তর মেদিনী মন্ডল মিনার মসজিদ সংলগ্ন ঢাকা-মাওয়া মহাসড়কে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় ঢাকা মাওয়া মহাসড়ক এর উত্তর মেদিনী মন্ডল মিনার মসজিদ সংলগ্ন পূর্বপার্শ্বে ঢাকা থেকে মাওয়াগামী একটি ছোট ট্রাক ঢাকা মেট্রো-ন ১৫-৩১৮০ মাওয়া থেকে দোগাছিগামী একটি যাত্রীবাহী অটোরিকশা কে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
এসময় রিকশারোহী ২ মহিলাসহ ট্রাকের হেলপার গুরুতর আহত হয় বলে স্থানীয় লোকজন জানান। আহত ২ জন উত্তর কাজির পাগলা গ্রামের আতাহার হোসেনের স্ত্রী সালমা আক্তার(২৬), ও হান্নুর স্ত্রী রিনা আক্তার(২৭)। অপরজন ট্রাকের হেলপার তার কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি।
আহত ২ গৃহবধু মাওয়া ব্যংকে বিদ্যুৎ বিল পরিশোধ করে বাড়ি ফিরার সময় এই দূর্ঘটনার কবলে পরেন।
হাইওয়ে পুলিশের এসআই মমজিবুল হক জানান,আহতদেরকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।