মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ ওসমান গণি তালুকদার, জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য আকলিমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. রাসেদুজ্জামান, লৌহজং থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলীমা খাতুন, বিআরডিবি'র চেয়ারম্যান মূনীর হোসেন মোড়ল, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মেদিনীম-ল ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন খান, কলমা ইউপি চেয়ারম্যান শেখ মোতালেব হোসেন, কুমারভোগ ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান তালুকদার, বেজগাঁও ইউপি চেয়ারম্যান আমির হোসেন তালুকদার, বৌলতলী ইউপি চেয়ারম্যান আবদুল মালেক শিকদার, প্রমুখ।
সভায় উপজেলার গণপরিবহনে যাত্রী, চালক ও শ্রমিকদের মধ্য মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মা ইলিশ নিধন অভিযানে করণীয় বিষয়ে বক্তারা আলোচনা করেন।