মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পক্ষ উপলক্ষ্যে অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ ঘটিকায় লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের আয়োজনে কমপ্লেক্র মিলনায়তনে এ সভা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য পেশ করেন লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য দেন লৌহজং থানার কর্মকর্তা ইনচার্জ মো. আলমগীর হোসাইন। উপজেলা স¦াস্থ্য সহকারী কর্মকর্তা কাজী মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মনির হোসেন মোড়ল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা লায়লা সুলতানা, উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, বেজগাঁও ইউপি চেয়ারম্যান আমির হোসেন তালুকদার, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমন, উপজেলা টেকনোলজিস্ট এস এম মিজানুর রহমান প্রমূখ।