২৩শে সেপ্টেম্বর বুধবার খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করার লক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে উপজেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর মনোয়ন পত্র জমা দিয়েছেন সাবেক এম এন এ শহীদ এম এ গফুরের সুযোগ্য সন্তান উপজেলা আওয়ামী লীগ ও থানা পুলিশিং ফোরামের সভাপতি জনাব মোঃ আনোয়ার ইকবাল মন্টু। আগামী ২০শে অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া উপনির্বাচনে অংশ গ্রহণের জন্য বুধবার আওয়ামী লীগ দলীয় প্রার্থীর মনোনয়ন পত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সাবেক মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাড. সোহরাব আলী সানা, বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ীলীগ নেতা জনাব মোঃ রশিদুজ্জামান মোড়ল, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধালণ সম্পাদক শেখ মোঃ কামরুল হাসান টিপু, লস্কর ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক কেএম আরিফুজ্জামান (তুহিন), প্রফেসর ময়নুল ইসলাম ও সাবেক ছাত্রলীগ নেতা অ্যাড. শেখ মোঃ আবুল কালাম আজাদ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অপরদিকে বিএনপি দলীয় প্রার্থী হিসাবে উপজেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোয়নপত্র জমা দিয়েছেন বিএনপি উপজেলা আহ্বায়ক ডাঃ আঃ মজিদ।