আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতা আল্লামা আলাউদ্দিন জিহাদির বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২ টার দিকে আহলে সুন্নাত ওয়াল জামায়াত নাসিরনগর উপজেলা শাখা ও গোকর্ণ আহলে সুন্নাত ওয়াল জামায়াত যুব ঐক্য পরিষদ এবং শহীদ নুরুল ইসলাম ফারুকী স্মৃতি সংসদের উদ্যোগে নাসিরনগর-সরাইল সড়কে কলেজ মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা রিয়াজুল করিমের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাবেক সভাপতি পীরজাদা মূফতি আলাউদ্দিন আহমেদ,পীরজাদা মুস্তাক আহমেদ,পীরজাদা সিরাজুল ইসলাম কণা মিয়াসহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা আলাউদ্দিন জিহাদীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে নির্শত মুক্তির দাবি জানান।
মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় জামিয়া মতিনিয়া সুন্নীয়া মাদ্রাসায় চত্বরে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা রিয়াজুল করিমের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এতে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রতিবাদ সভায় উপজেলা ও ইউনিয়নের আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।