সরাইলে প্রবাসীর স্ত্রী’র ছবি পর্নোগ্রাফি উৎপাদন করিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ৯ জনের বিরূদ্ধে মামলা হয়েছে। সরাইল সদরের নিজসরাইল গ্রামে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার ওই মহিলার পিতা বাদী হয়ে সরাইল থানায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫ জনকে আসামি করে মামলা দিেেছন। পুলিশ মো. রাসেল মিয়া (২৭) ও বাধন মিয়া (২০) নামের দুই যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছেন। মামলা ও ভুক্তভোগী গৃহবধূ সূত্র জানা, বিয়ের দেড় মাস পরই স্ত্রীকে রেখে স্বামী চলে যায় মালয়েশিায়। সরাইল সদরের নিজসরাইল গ্রামের রূমেলদের বাড়িতে ভাড়া থাকতেন গৃহবধূ। প্রবাসী স্বামীর সাথে প্রায়ই মুঠোফোনে (এনরয়েড সেট) অডিও ভিডিও কথা বলতেন। স্বামীর ইচ্ছায় বিভিন্ন ধরণের ছবিও পাঠাতেন। তার বিকাশ নম্বরে স্বামী টাকা পাঠাতেন। নিজেই টাকা উত্তোলন করতেন। অসুস্থ হওয়ায় একসময় স্বামীর অনুমতিক্রমে সরল বিশ্বাসে তার ব্যবহৃত মুঠোফোনটি রূমেল মিয়াকে দিয়ে বিকাশের টাকা উত্তোলন করেন। এ ভাবে বেশ কয়েক বার টাকা উত্তোলন করে ফোন সেটটি ফেরত দেয় রূমেল। আর এটাই কাল হয় ওই গৃহবধূর। সুযোগে রূমেল মুঠোফোন সেট থেকে গৃহবধূর ব্যক্তিগত ছবি গুলো রেখে দেয়। আনুমানিক ৫/৬ মাস পূর্বে রাসেল, বাধন, রূমেল ও আশিকসহ ৪/৫জন গৃহবধূকে ফোন করে রূমেলের সাথে যৌথ ছবি থাকার বিষয়টি জানায়। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকিও দেয়। স্বামী স্ত্রীর ইজ্জত রক্ষার্থে গৃহবধূর স্বামী হুমকিদাতাদের সাথে কথা বলে ৫০ হাজার টাকা দেয়। কিন্তু এতেও থামেনি তাদের দৌরাত্ব। তারা ফোন করে ওই মহিলাকে কুরূচিপূূর্ণ কথাবার্তা বলে। আরো টাকা না দিলে ওই ছবি গুলো ফেসবুকে ভাইরাল করে দেওয়ার হুমকি অব্যাহত রাখে। একসময় আশিক মিয়াও কুপ্রস্তাব দেয়। সম্প্রতি তারা পরস্পরের যোগসাজশে গৃহবধূর মুঠোফোন থেকে নেওয়া ব্যক্তিগত ছবি গুলো এডিট করে রূমেলের ছবির সাথে যুক্ত করে ফেসবুকে ছেড়ে দিয়েছে। গৃহবধূর কাছ থেকে আরো টাকা পেতে, মানসম্মান ক্ষুন্ন করে স্বামীর সংসার নষ্ট করার জন্যই ওই ছবি গুলো ফেসবুকে ভাইরাল করে আসছে। একসময় ওই মহিলা স্বামীর বাড়ি থেকে জেলা শহরে বাবার বাড়িতে চলে যায়। মঙ্গলবার ওই গৃহবধূ নিজসরাইল গ্রামে তার স্বামীর বাড়িতে আসলে রূমেল মিয়া গংরা গালিগালাজ করে এবং আরো টাকা না দিলে ছবি গুলো দ্রƒত ভাইরাল করার হুমকি দেয়। এ ঘটনায় মামলা মোকদ্দমা করিলে গৃহবধূকে প্রাণনাশেরও হুমকি দিয়েছে রূমেল বাহিনী। মামলার বাদী ও গৃহবধূর বাবা বলেন, মামলার আসামীদের হুমকি ধমকিতে সন্দেহ হচ্ছে তারা ভবিষ্যতে আমার মেয়ের ছবি আরো ভাইরাল করবে। প্রতিবাদ করলে হামলা চালিয়ে খুনের মত মারাত্বক দূূর্ঘটনা ঘটাইতে পারে। রূমেল গংদের ভয়ে আমার ভীতসন্ত্রস্থ অবস্থায় জীবন-যাপন করিয়া আসিতেছে। সরাইল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) এ এম এম নাজমুল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক অবস্থা পর্নোগ্রাফি উৎপাদন করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার সত্যতা পেিেছ। ব্ল্যাক মেইলিং করে টাকা আদায় ও করেছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।