নওগাঁর ধামইরহাটে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক শৌচাগারের উদ্বোধন করা হয়েছে। ২৫ লাখ টাকা ব্যয়ে ২১ সেপ্টেম্বর সকাল ১১ টায় চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ও সাড়ে ১১ টায় বালিকা উচ্চ বিদ্যালয়ে এ দুটি আধুনিক শৌচাগারের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান, অ্যাকাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম খেলাল ই রব্বানী ওয়ার্ল্ড ভিশনের নর্দান বাংলাদেশ এর রিজিওনাল ফিল্ড ডিরেক্টর অঞ্জলি জাসিন্তা কস্তা, বিরামপুর এপিসি’র ম্যানেজার কাজল এ দ্রং, ধামইরহাট এপির ম্যানেজার বিমল কুমার রুরাম, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা তন্ময় সাংমা, আনোয়ার পারভেজ, উপজেলা প্রেস ক্লাব সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক আব্দুল্লাহেল বাকী, জাহিদ হাসান, পাস্কায়েল হেমরম প্রমুখ উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড ভিশন ইতঃপূর্বে ধামইরহাটে আরও ৪টি বিদ্যালয়ে আধুনিক শৌচাগার নির্মান করে দিয়েছেন। করোনাকালীন মুহুর্তে আধুনিক শৌচাগার পেয়ে শিক্ষার্থীরা যেন উচ্ছসিত।