নেত্রকোনার দুর্গাপুরে প্রভাবশালীদের ছত্রচ্ছায়া আর প্রশাসনের নাকের ডগায় ভরাট হয়ে যাচ্ছে পৌরসভার ১নং ওয়ার্ড সাধুপাড়াস্থ সুসং আদর্শ বিদ্যানিকেতন নামের শিক্ষাপ্রতিষ্ঠানের উত্তরে ও বাইতুল মামুর জামে মসজিদের দক্ষিন পাশের মধ্যবর্তী সরকারী পুকুরটি।
এ অবস্থা চলতে থাকলে বন্ধ হয়ে যাবে এলাকার পানি প্রবাহের একমাত্র পথ কালভার্টের মুখটিও। সরকার তথা জনগনের সম্পত্তি দখল হয়ে যাচ্ছে, কিন্তু প্রতিবাদ করার যেন কেউ নেই। সাধুপাড়ায় বসবাসরত দীর্ঘ দিনের পুরনো বাসিন্দারা জানান মোঃ মঞ্জু মিয়া, পিতা- মৃত আবদুল আলি গ্রাম-গোয়ালিয়াকান্দা, চন্ডিগড় ইউনিয়নের বাসিন্দা। সে বিগত চার দলীয় জোট সরকারের আমলে ২০০৩ সালে বিদ্যানিকেতন সংলগ্ন পুকুরের দক্ষিন পাড়ে এস.এ খতিয়ানের ১৬৭১ দাগে বসবাসরত ভুমিহীন আঃ কদ্দুস’কে রাতের আঁধারে ভয়-ভীতি প্রদর্শণ পূর্বক যেনতেন ভাবে ৪ শতাংশ ভূমি দখলে নেন। কিন্তু তার মূল দৃষ্টি থাকে উত্তরের পুকুরের দিকে। সে ধীরে ধীরে বালু ও মাটি ফেলে এস.এ দাগ নং ১৬৭০ এবং বর্তমান বি. আর. এস দাগ নং-৩০২৭, জে এল নং-২২৪ এর ২৯ শতাংশ ভূমির উপর পুকুরটি ভরাট করতে থাকে এবং ২৯ শতাংশ ভূমির প্রায় অর্ধেক তিনি ইতোমধ্যে ভরাট করে ফেলেছেন। এলাকাবাসীরা জানান, ইতঃপূর্বে তারা প্রশাসনের সহযোগিতায় বেশ কয়েক বার মঞ্জু মিয়াকে পুকুর ভরাট করা থেকে বিরত রাখার চেষ্টা করেন কিন্তু কিছুদিন বিরত থাকার পর সে আবারও পুকুর ভরাট কাজ শুরুকরেন। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে তার বেশ কয়েক বার বিবাদের সৃষ্টি হয় এবং থানা পুলিশ পর্যন্তও বিষয়টি গড়ায়। কিন্তু এ ব্যাপারে সরকারী সম্পত্তি রক্ষায় প্রশাসন কর্তৃক কোন স্থায়ী ব্যবস্থা গ্রহন করা হয়নি। ফলে পুকুরটি এখন অনেকটাই মঞ্জু মিয়ার দখলে। গত ১৬ সেপ্টে¤॥^র বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এই প্রতিবেদক সরেজমিনে গিয়ে দেখতে পান, যেভাবে পুকুরটি বালু ও মাটি ফেলে ভরাট করা হচ্ছে তাতে সাধুপাড়া ওয়ার্ডের পানি নিষ্কাশনের একমাত্র পথ পূর্বপাশে রাস্তার উপর ব্রিজটির মুখ বন্ধ হয়ে যাবে এবং অল্প বৃষ্টিতেই স্থানীয় শত শত পরিবারকে স্থায়ী জলাবদ্ধতার মধ্যে পড়তে হবে। সরকারী সম্পত্তি রক্ষা ও জন দূর্ভোগের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা ফারজানা খানমের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি খবর পেয়ে তাৎক্ষনিক ঘনাস্থলে যাই এবং বালু/মাটি ভড়াট করতে নিষেধ করি এর পরও যদি কেউ আদেশ অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।