কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়(ইবি) থানার ১০নং উজানগ্রাম ইউনিয়ন পরিষদের ৩০টির অধিক বহিতে ভাতা ভোগিদের বয়স কম এর প্রমান পাওয়া গেছে। স্থানীয় সরকার অধিনস্থ ওই ইউপি সদস্যদের সাথে সংঙ্গ করে টাকার বিনিময়ে কুষ্টিয়ার সমাজ সেবার অধিনস্থ ওই ইউনিয়নের নিয়োগ প্রাপ্ত সমাজ কর্মী মোঃ রবিউল ইসলাম এই কাজ করেছে বলে সূত্রে জানা যায়। তার বিরোদ্ধে সাধারন জনগনের অনেক ক্ষোভও রয়েছে। তিনি সুস্থ সবল মানুষের নামে প্রতিবন্ধি ভাতার কার্ড টাকার বিনিময়ে করেছেন। টাকা দিলেই সব কিছুই তিনি হালাল করে নেন। এই পরিষদের আওতায় বয়স্ক,বিধাব ও প্রতিবন্ধি ভাতাভোগিদের কর্মসূচীর আওতায় ভাতা সমূহ ডিজিটাল প্রেপেন্ট-জি-টু-পি বাস্তবায়নের লক্ষে মিস ডাটা এন্টি করতে গিয়ে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ৩০টি অধিক বহিতে বয়স কম ধরা পড়েছে। চেয়ারম্যানের লিখিত অভিযোগের ভিত্তিতে জানাযায়, সমাজ কর্মী রবিউল তার ইচ্ছামত কাজকর্ম করে থাকেন। যাহা পরিষদের অফিসিয়াল কোন ডুকোম্যান্ট ছাড়াই। এমনকি ওই বহি গুলো তার নিজের অনুকুলে রক্ষিত রয়েছে। এই ব্যাপারে ওই পরিষদের চেয়ারম্যান সমাজ কর্মী রবিউলের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারে বরাবর লিখিত অভিযোগ প্রেরন করেছে।