সুন্দরবন খুলনা রেঞ্জের নীলকোমল টহল ফাঁড়ির অধিনস্থ কাগা নদীর শাখা খাল অভায়ারন্যে এলাকায় মাছ ধরার অপরাধে নৌকা সহ ২ জেলে আটক করেছে বন বিভাগ। জানা গেছে শনিবার ভোর ৫ টার দিকে নীলকোমল টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে অভায়ারন্যে এলাকায় মাছ ধরার অপরাধে জাল, নৌকা অন্যান্য সরঞ্জাম সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন আঃ আলিম সানা (২১) ও আবু সাঈদ গাজী (২৬)। এদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষ (এসিএফ) মোঃ আবু সালেহ বলেন, প্রবেশ নিষিদ্ধ এলকায় বন বিভাগের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ব্যাপারে বন আইনের মামলা হয়েছে।