কয়রায় আদিবাসী সদস্যদের জীবন মান উন্নয়নের লক্ষে ৩০ জন বনজীবি মুন্ডা নারীদের মাঝে বিনামুল্যে নৌকা বিতরন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় ৬নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবি সংগঠন আইসিডির উদ্যোগে ও এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ বাঞ্চের সার্বিক সহযোগিতায় এ সকল নৌকা বিতরন করা হয়। কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ বাঞ্চের ব্যবস্থপনা পরিচালক ডি কে সন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোস্তাইন বিল্লাহ, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল বাহারাম, লায়ন্স ক্লাব অব সুন্দরবনের সাধারন সম্পাদক দিলারা ইয়াছমিন দিলু,আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান, উপদেষ্টা মাওলানা মোস্তাফিজুর রহমান,সদস্য আশিকুজ্জামান প্রমুখ।