নেত্রকোনার দুর্গাপুরে এক আদিবাসী বৃদ্ধ ঘরের ধরনার সাথে ঝুলে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে কোন এক সময়ে এই দূর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামের মৃত দন খাং নাফাক এর পুত্র ইশান দ্রং(৬৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার প্রতিদিনের মত রাতের খাওয়া দাওয়া শেষে পরিবারের লোকজন যার যার রুমে ঘুমিয়ে পড়ে। ইশান দ্রং একটি রুমে একা খাকতো। শুত্রুবার সকাল ৮ টায় তার স্ত্রী ঘুম থেকে উঠে ইশান দ্রং এর রুমে গিয়ে দেখতে পায় ঘরের ধর্নার সাথে ঝুলে আছে তার স্বামী। পরে পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। উল্লেখ্য যে এটি আত্মহত্যা নাকি হত্যা এনিয়ে জনমনে রয়েছে না না গুঞ্জন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি শাহ্ নূর-এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ,লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরন করা হয়েছে।